শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:০৬ পিএম, ২০২১-০৬-০১
সরিষা আনার নাম করে মিথ্যা ঘোষণায় নিষিদ্ধ পপি বীজ নিয়ে এলো পুরান ঢাকার আজমিন ট্রেড সেন্টার নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান।
পরীক্ষায় ধরা পড়া এ চালানের বিপরীতে বড় অংকের টাকা বিদেশে পাচার করা হয়েছে বলে দাবি করেছে চট্টগ্রাম কাস্টমস। কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা মোশাররফ হোসেন বিষয়টি মঙ্গলবার (১ জুন) সকালে নিশ্চিত করেছেন ।
আফিমসহ বিভিন্ন মাদক তৈরি করতে ব্যবহার করা হয় পপি বীজ (পোস্তা দানা)। স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এ পণ্যটির আমদানি ও ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার।
কাস্টমস সূত্রে জানা যায়, এ চালানে মালয়েশিয়া থেকে দুই কনটেইনার সরিষা বীজ আসার কথা ছিল। সিএন্ডএফ এজেন্ট হটলাইন কার্গো ইন্টারন্যাশনাল এ চালানটি খালাসের দায়িত্ব নিয়েছিল। কিন্তু গোপন সূত্রে জানা যায়, সরিষা বীজের সঙ্গে ৪২ টন পপি বীজও এনেছে প্রতিষ্ঠানটি।
কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা মোশাররফ হোসেন সিভয়েসকে বলেন, ‘পুরান ঢাকার আজমিন ট্রেড সেন্টার নামের প্রতিষ্ঠানটি ৫৪ টন সরিষা বীজ আনার ঘোষণা দিয়ে তার বিপরীতে মাত্র ১২ টন সরিষা বীজ ও ৪২ টন আমদানি নিষিদ্ধ পপি বীজ নিয়ে আসে। আমদানি করা এসব পপি বীজের দাম ১৫ কোটি টাকা।’
তিনি বলেন, ‘প্রতিষ্ঠানটি দুটি কনটেইনারের প্রথম দিকে সরিষা বীজ ও ভেতরে পপি বীজ রাখে, যাতে কায়িক পরীক্ষায় তাদের কারসাজি ধরা না পড়ে। এই অপরাধে কাস্টমসের আইনে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।’
নিজস্ব প্রতিবেদক : গত ০৪ জুন চট্টগ্রামে জগৎগুরু শঙ্কারাচার্য আবির্ভাব উৎসব পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠান এর আয়োজন কর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গত ০২ জুন চট্টগ্রামের আন্দরকিল্লায় জগৎগুরু শঙ্করাচার্য,র আবির্ভাব উৎসব পরবর্তী ,পুনর্মিলনী অনুষ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2022 Times Of Bangladesh | টাইমস অব বাংলাদেশ | Developed By Muktodhara Technology Limited