শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:৪১ পিএম, ২০২১-০৬-০৩
স্বেচ্ছাশ্রম বা স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রম নিয়ে আগে নেতিবাচক ধারণা থাকলেও বর্তমানে প্রতিটি উপজেলা পর্যায়ে এসব সংগঠনের কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কার্যক্রমও বাড়ছে।এই কার্যক্রমের দিক থেকে পিছিয়ে নেই ফরিদপুরের মধুখালী উপজেলার জনপ্রিয় সংগঠন ব্লাড ব্যাংক অফ মধুখালী ।
সংগঠনটি উপজেলায় বিভিন্ন সামাজিক ও অসহায় রোগীদের রক্ত সংগ্রহের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে নিজের স্বপ্নের কথা জানিয়েছেন ব্লাড ব্যাংক অফ মধুখালী গ্রুপের (এডমিন) প্রতিষ্ঠাতা মোঃমিজানুর রহমান (মনি মিঠু)।
তিনি বলেন, স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা আমার স্বপ্ন। আমি চাই সমাজকে নতুন কিছু উপহার দিতে। আমাদের দেশে স্বেচ্ছাসেবী সংগঠন দিনদিন বৃদ্ধি পাচ্ছে। সমাজের তরুণরা স্বেচ্ছাসেবী কাজে এগিয়ে আসছে। তরুণরাই পারে সমাজকে বদলে দিতে।
তিনি আরও বলেন ব্লাড ব্যাংক অফ মধুখালী শুধু একটা ফেসবুক গ্রুপই নেই এটা একটা পরিবার। এই গ্রুপের যারা আছে তারা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন মানব সেবায়।
গ্রুপ মডারেটর এর দায়িত্বে যারা আছেন, মোঃ মনির ইসলাম, শাহরুল আলম সুরুজ, হাবিবুর রহমান,সোলাইমান ফারুকী,জুয়েল রানা,জহির বিশ্বাস, সজিব বিশ্বাস, রেদোয়ান আবেদিন, নিলয় মন্ডল, রহমত মিয়া, মনি মুক্তা, মহিমা রহমান, ও নওশীন। উক্ত মডেরটর গণ কঠিন পরিশ্রম করে, আমার সহকর্মী হিসেবে গ্রুপ কে এগিয়ে নিয়ে যায়তেছে।
ব্লাড ব্যাংক অফ মধুখালী গ্রুপের মডেরটর মনির ইসলাম এর সাথে কথা বলে তাদের গ্রুপের কার্যক্রম গুলো জানা যায়,তিনি বলেন,আমরা অসহায় মূমুর্ষ রোগীকে বিনামূল্যে রক্তের ব্যাবস্থা করে পাশে দাড়ায়, ঈদের আগে বা কোন বিশেষ দিন উপলক্ষে হতদরিদ্র মানুষের মাঝে অনুদান সামগ্রী বিতরণ করি, অসহায় মানুষের আর্থিক স্বচ্ছালতা এবং হারিয়ে যাওয়া ব্যাক্তি কে খুঁজে দেওয়ার চেষ্টা করি।
ফেসবুক গ্রুপ লিংক:https://www.facebook.com/groups/538212770196944
এখন মধুখালী উপজেলার সর্বস্তরের জনগণের রক্তের প্রয়োজন হলেই ব্লাড ব্যাংক অফ মধুখালী পরিবার কে সঠিক তথ্য জানিয়ে, উপকৃত হয়।
ব্লাড ব্যাংক অফ মধুখালী গ্রুপের মডেরটর জহির বিশ্বাস বলেন, মধুখালী উপজেলা বাসী আমাদের সাথে থাকলে আমরা অনেক দূর এগিয়ে যাবো এবং ইনশাআল্লাহ আমরা সবসময় তাদের পাশে থাকবো। আমাদের একটি উদ্দেশ্য বিনামূল্যে মানুষ কে সেবা দেওয়া।
মধুখালী উপজেলার জনগণের কাছে থেকে জানা যায়,তারা এত সুন্দর একটি স্বেচ্ছাসেবী সংগঠন পেয়ে খুবই উপকৃত হয়েছেন এবং আনন্দিত, উক্ত এলাকার জনগণ ব্লাড ব্যাংক অফ মধুখালী পরিবারের পক্ষ থেকে আরো ভালো সামাজিক মূলক কার্যক্রম চেয়ে আহ্বান জানিয়েছে।
মিজানুর রহমান (মিঠু) : মিজানুর রহমান মিঠু,সিনিয়র রিপোর্টাস: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম শ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2022 Times Of Bangladesh | টাইমস অব বাংলাদেশ | Developed By Muktodhara Technology Limited